• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সিরাজগঞ্জে ইউপি সদস্যের গলা কাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২, ০৬:৫৮ পিএম

সিরাজগঞ্জে ইউপি সদস্যের গলা কাটা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

নাটোর জেলার সিংড়া থানার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফরিদুল ইসলামকে সিরাজগঞ্জে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ অক্টবর) সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাটধারী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফরিদুল ইসলাম  নাটোর জেলার সিংড়া থানার সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য।

এ বিষয়ে সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ হাসান বলেন, ‘সকালে পাটধারী এলাকায় ফরিদুল ইসলাম মেম্বারের গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করা হয়।’

রাশেদ হাসান আরও বলেন, ‘নিহত ফরিদুল ইসলাম নাটোর জেলার সিংড়া থানার সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য। সে সিংড়া থানার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন হত্যা মামলার আসামি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
 

এএল/জেইউ

আর্কাইভ