• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

জমিতে সেচ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২, ০৯:২২ এএম

জমিতে সেচ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে ধানের জমিতে সেচ দিতে গিয়ে খোকা মন্ডল (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সাদীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খোকা মন্ডল ওই গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, সন্ধ্যায় খোকা মন্ডল তার ধানের জমিতে সেচ দিতে যায়। এ সময় তিনি বৈদ্যুতিক সেচপাম্পের তারে জড়িয়ে পড়েন। এরই মধ্যে বাড়ির লোকজন তাকে তারের সঙ্গে জড়িয়ে থাকতে দেখে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে স্বজনরা পাশ্ববর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।  

সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‍‍‘জমিতে সেচ দেয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে খোকা মন্ডল নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।’

 

এসএএস/এএল

আর্কাইভ