• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব সানফ্লাওয়ারের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২, ০৮:৪৫ পিএম

সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব সানফ্লাওয়ারের শিক্ষা উপকরণ বিতরণ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে মেধাবী দুইশ শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে জ্যামিতি বক্স, খাতা, কলম ও পেন্সিল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে শহরের নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ সব বিতরণ করা হয়।


এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা লায়ন মির্জা সালাউদ্দিন বেগ। সভাপতিত্ব করেন নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি সাদেকুজ্জামান লাবু। সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন জোবাইদুল ইসলাম মিন্টু ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা।

এ সময় উপস্থিত ছিলেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহমেদ, সহকারী প্রধান শিক্ষক লায়ন আতাউর রহমান, কিন্ডারগার্টেন শাখার উপাধ্যক্ষ জাবেদ আলী শেখ, নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, লয়ন্স ক্লাব অব সানফ্লাওয়ারের সদস্য লায়ন গোলাম মোস্তফা মহব্বত, কাজী মানিক আলম প্রমুখ। পরে অতিথিবৃন্দ মেধাবী প্রত্যেক শিক্ষার্থীর হাতে উপকরণগুলো তুলে দেন।

এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ