• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

এবার ধরা পড়ল ৫২ কেজির বাঘাইড়

প্রকাশিত: জুন ১৪, ২০২১, ১০:৪৮ পিএম

এবার ধরা পড়ল ৫২ কেজির বাঘাইড়

দেশজুড়ে ডেস্ক

এবার ধরা পড়েছে ৫২ কেজির বিশালাকার বাঘাইড় মাছ। সোমবার (১৪ জুন) গাইবান্ধার বালাসিঘাটে ধরলা নদীতে মাছটি ধরা পড়ে। 

বিশাল এ মাছটি ধরলা নদীতে জেলেদের জালে ধরা পড়ে। স্থানীয় বাজারে মাছটি তুললে সেখানকার ক্রেতারা দাম কম বলায় লালমনিরহাটের কাকিনাবাজারের জেলেদের সঙ্গে কথা বলেন তারা। গাইবান্ধা থেকে কাকিনাবাজারে নিয়ে এলে উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমায়।

এরপর একক কোনো ক্রেতা না পাওয়ায় মাছটি কেটে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি করেন জেলেরা। স্থানীয় ৫২ জন ক্রেতা ৫২ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।

কুড়িগ্রাম এলাকার জেলে সাদেক আলী জানান, সোমবার ভোররাতে মাছটি জালে ধরা পড়ে। কুড়িগ্রাম এলাকায় ভালো কোনো পার্টি না পেয়ে বেশি টাকায় বিক্রির আশায় মাছটি তিনজন মিলে কাকিনা বাজারে নিয়ে আসা হয়। পরে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়।

ডব্লিউএস/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ