• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বেরোবিতে তেল চুরির ঘটনায় ৩ কর্মচারী বরখাস্ত

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২, ০২:৪০ এএম

বেরোবিতে তেল চুরির ঘটনায় ৩ কর্মচারী বরখাস্ত

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাস থেকে তেল চুরির ঘটনায় ৩ কর্মচারীকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা হলেন- চালক আজিজুর রহমান, উবাদুল ইসলাম ও সহকারী চালক মিলন কুমার দাস।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আলমগীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রোববার (১৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে ২৭ লিটার তেল সরিয়ে মডার্ন মোড় সংলগ্ন একটি খোলা তেলের দোকানে বিক্রি করতে গেলে সন্দেহ হলে টহলরত পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শেষে আটক করে। পরে বিশ্ববিদ্যালয় প্রসাশনকে বিষয়টি অবগত করে।  

এ বিষয়ে দোকানের মালিক গুলজার বলেন, ‘গতকাল রাতে দুইজন এসেছিলেন। আমরা তাদের চিনি না। গতকালই প্রথম আমাদের দোকানে এসেছিলেন। আমরা তাদের বলেছি তেল কিনব না। তখন কম দামে তেল বিক্রির কথা বলে তারা তেল রেখে চলে যায় এবং পরে টাকা নেয়ার কথা বলে।’

তবে সহকারী চালক মিলন কুমার দাস বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আমি ওই স্থানে পরে গিয়েছিলাম।’

এ বিষয়ে রেজিস্ট্রার আলমগীর চৌধুরী বলেন, ‘অভিযুক্ত তিন কর্মচারীর চুরির ঘটনাটি প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বরখাস্ত করেছে।’
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ