• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় বাস উল্টে ২ জন নিহত

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২, ০৯:৪২ পিএম

কুষ্টিয়ায় বাস উল্টে ২ জন নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ যাত্রী। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শহরতলী  মঙ্গলবাড়ীয়া বাজারের আকবর অয়েল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা জামান এন্টার প্রাইজ একটি বাস শহরতলী মঙ্গললবাড়ীয়া বাজারে আসলে সড়কের গর্তে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ পরিচালনা করে।  

কুষ্টিয়া ফায়ার ব্রিগেডের সহকারী পরিচালক জানে আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন কর্মীরা । সেখান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয় এবং ১৫ জন আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, ‘কুষ্টিয়া থেকে প্রাগপুরগামী জামান এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো জ ১১ -১৫০৩)  নামের একটি যাত্রীবাহী বাস সড়কের উপর আছড়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।’

এএস/এএল
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ