• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলেরও

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২, ০২:০৭ এএম

বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলেরও

দেশজুড়ে ডেস্ক

রাজশাহীর তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঁধাইড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের হযরত আলীর স্ত্রী মরিয়ম বেগম (৩০) ও তার ছেলে মাহফুজ (৩)।

রাজশাহীর মুণ্ডুমালা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম জানান, বাড়ির পাশের একটি পুকুরে মোটরের মাধ্যমে পানি দেয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন মরিয়ম বেগম। এ সময় তাকে উদ্ধার করতে গেলে ছেলে মাহফুজও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেইউ

 

 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ