• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সাদুল্লাপুরে চেয়ারম্যানের ৫০ লাখ টাকা নিয়ে ব্যবসায়ী উধাও

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২, ১২:৪১ এএম

সাদুল্লাপুরে চেয়ারম্যানের ৫০ লাখ টাকা নিয়ে ব্যবসায়ী উধাও

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্যবসার কথা বলে সাবেক এক ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ৫০ লাখ টাকা ধার নিয়ে গা ঢাকা দিয়েছেন ব্যবসায়ী হরিসুধন মুখার্জী। পাওনা টাকা ফেরত না পেয়ে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর আলম নান্টু সাংবাদিক সম্মেলন করেছেন।

রোববার (১৬ অক্টোবর) বিকেলে নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম খামার দশলিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত ৫ মাস আগে প্রতিবেশী সার ও কীটনাশক ব্যবসায়ী হরিসুধন মুখার্জী ব্যবসায় আর্থিক সংকটের কথা বলে আমার কাছ থেকে নগদ ও ব্যাংক চেকের মাধ্যমে প্রায় ৫০ লাখ টাকা নেন। টাকা নেয়ার সময় হরিসুদন মুখার্জী তিনশত টাকার স্বাক্ষরিত স্ট্যাম্প, তার ব্যাংক চেক ও দোকানের ট্রেড লাইসেন্স নুর আলম নান্টুর কাছে জমা রাখেন। সম্প্রতি পাওনা টাকা চাইলে হরিসুধন মুখার্জী বিভিন্নভাবে তালবাহনা করতে থাকেন। একপর্যায়ে তিনি গা ঢাকা দেন। কয়েকদিন আগে হঠাৎ তিনি নুর আলমকে ফোন করে সাড়ে ছয় লাখ টাকা দেয়ার স্বীকারোক্তি দেন।’

তিনি আরও বলেন, ‘আমি এখন হরিসুধনের কাছে টাকা চাইলে সে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি ও ফাঁসানোর ভয় দেখাচ্ছে। এক সপ্তাহের মধ্যে পাওনা টাকা না পেলে আমি আইনের আশ্রয় নেব।’

এ বিষয়ে জানতে হরিসুধন মুখার্জীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ ছাড়া তার মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

জেইউ
 

আর্কাইভ