• ঢাকা বৃহস্পতিবার
    ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

ইবিতে স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ১০:৪৪ পিএম

ইবিতে স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যান্সার এ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ) এর র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

পরে ডায়না চত্বরের মুক্ত প্রাঙ্গনে স্তন ও জরায়ু ক্যান্সার সচেতনতা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিয়াম মির্জার সভাপতিত্বে এবং ফারহানা ইবাদের সঞ্চালনায় সংগঠনটির সাবেক সভাপতি মহব্বত ফয়সাল ও সাবেক সাধারণ সম্পাদক তাজমিন সুলতানা মিমি এবং এবং ক্যাপ সেন্ট্রাল কমিটির আইটি বিষয়ক সম্পাদক রিয়াদুস সালেহীন,সিনিয়র সদস্য তৌফিক আহমেদ ও সাকলাইন মুস্তাক উপস্থিত ছিলেন।


সার্বিক বিষয়ে সংগঠনটির সভাপতি সিয়াম মির্জা বলেন, ‘ক্যাপের পক্ষ থেকে আমরা প্রতিবছর অক্টোবর মাসে গোলাপি সড়ক শোভাযাত্রার আয়োজন করে থাকি। এখানে স্তন ক্যান্সার এর বিষয়ে সচেতনতার একটি অংশ হচ্ছে শোভাযাত্রা।

তিনি আরও বলেন, ‘এ বছর গোলাপী সড়ক শোভাযাত্রার বিশেষত্ব অনেক বেশি। কেননা স্তন ক্যান্সার গবেষনার প্রয়োজনে বিশ্বব্যাপি একটি টিস্যু ব্যাংক এর প্রতিষ্ঠা করা হয় যা এবছর ১০ বছর পূর্ন করল। এই উপলক্ষে সারা বিশ্বব্যাপী ১০ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে।

এএস

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ