• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

২ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ০৪:৫২ পিএম

২ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

দেশজুড়ে ডেস্ক

সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ থাকার  দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নাটোরে রেলের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ধর্মঘটে ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে

রোববার (১৬ অক্টেবর) সকালে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ৯টা ৩৫ মিনিটে নাটোর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে গেছে।

নাটোর রেলওয়ে স্টেশনের মাস্টার মোছা. কামরুন নাহার বলেন, ‘রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশন থেকে ৭টা ৩৫ মিনিটে ছেড়ে আসে। কিন্তু রেলওয়ের কর্মচারীরা বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ভোর ৬টা থেকে ধর্মঘট ডাকেন। এ কারণে ডাউন না দেওয়ায় আমরা ট্রেন রিসিভ করতে পারিনি। ৭টা ৪৫ মিনিটের তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৩০ মিনিটে নাটোর রেলস্টেশনে এসে পৌঁছায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

এএস

আর্কাইভ