• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

মঠবা‌ড়িয়ায় ৬ ফুট লম্বা অজগর সাপ উদ্বার

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ০৮:০১ এএম

মঠবা‌ড়িয়ায় ৬ ফুট লম্বা অজগর সাপ উদ্বার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবা‌ড়িয়ায় ৬ ফুট লম্বা অজগর সাপ উদ্বার হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী বাজার থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে সোনাখালী বাজার সংলগ্ন খালে মাছ ধরার জালে অজগর সাপটিকে জড়িয়ে পড়া অবস্থায় দেখেন স্থানীয় আবু হানিফ। বিষয়টি উপজেলা বন কর্মকর্তা সেলিম হোসেনের সঙ্গে যোগাযোগ করে জানান হানিফ।

মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা সেলিম হোসেন বলেন, ‍‍`স্থানীয়ভাবে আমাকে সাপটি উদ্ধারের বিষয়ে জানানো হয়েছে।‍‍`

 মঠবাড়িয়া ইউএনও উর্মি ভৌমিক বলেন, ‍‍`আমি স্থানীয়ভাবে সাপটি উদ্ধারের বিষয়টি জানতে পেরেছি।

পরে বন কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।‍‍`

 

এসএএস

আর্কাইভ