• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সৈয়দপুরে সোয়া ১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি আটক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ০৬:৩৬ এএম

সৈয়দপুরে সোয়া ১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি আটক

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে দশ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। আটক দুইজন হলো ফয়সাল (২৮) ও মো. রশিদুল ইসলাম (৩৮)। এদের একজনের বাড়ি কুমিল্লায় এবং অন্যজনের সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দনি নিয়ামতপুর এলাকায়।

শনিবার (১৫ অক্টোবর) সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানকালে প্রথমে দণি নিয়ামতপুর নিবাসী মোস্তাকিমের ছেলে মো. রশিদুল ইসলামকে (৩৮)  তার বসতবাড়ি থেকে ২৫০ ( দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যানুযায়ী সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুরে অবস্থান নেয়া হয়। চাঁদপুর থেকে দিনাজপুর অভিমুখী পদ্মা এক্সকুসিভ যাত্রীবাহী বাস টি এলে সেটি থামিয়ে  তল্লাশি চালিয়ে বাসের যাত্রী মো: ফয়সালকে (২৮)  কেজি গাঁজা সহ আটক করা হয়। সে কুমিল্লার জোলাই কুরিয়াপাড়ার আব্দুল জলিলের ছেলে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

এসএএস

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ