প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ০৬:১৪ এএম
ঝিনাইদহে পৃথক সড়ক দুঘর্টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে ও শনিবার (১৫ অক্টোবর) সকালে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর গ্রামের মুজিবর হোসেনের ছেলে কলেজছাত্র রাফি হোসেন (২৫) ও সদর উপজেলার ধোপাবিলা গ্রামের শ্রীবাস সরকারের ছেলে শংকর কুমার সরকার (৩০)।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, শুক্রবার রাতে কলেজ ছাত্র রাফি বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে পাশ্ববর্তী নাদপাড়া গ্রামের উদ্দেশে রওয়ানা হন। পথে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামে পৌঁছালে একটি পাটকাঠি বোঝাই ইঞ্জিনচালিত করিমন গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রাফি। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী এলাকায় শনিবার সকালে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে শংকর কুমার সরকার (৩০) নামের এক ফার্নিচার মিস্ত্রি আহত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাল্গুনী তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, `দুর্ঘটনার পর নসিমনটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।`
এসএএস