• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

নারায়ণগঞ্জে নৌকাডুবি, ৩ জনের লাশ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০৮:৫৩ এএম

নারায়ণগঞ্জে নৌকাডুবি, ৩ জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে নারায়নগঞ্জ বন্দরের নবীগঞ্জ খেয়া ঘাট সংলগ্ন এ নৌকাডুবির ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জ সদরের খানপুর ব্রাঞ্চরোড এলাকার মো. জিয়ার ছেলে শাওন (১৭), মেহেদী হাসানের ছেলে জীম (১৮) ও মো. শাহজাহানর ছেলে রিফাত (১৭)। নিহতরা সবাই একে অপরের বন্ধু ও সহপাঠী।

এই ঘটনায় সাঁতরে তীরে ওঠা কয়েকজন জানান, নবীগঞ্জ দর্গার মেলায় ঘুরে বাড়ি ফিরছিলেন নিহতরাসহ তাদের বন্ধুরা। এ সময় মাঝ নদীতে একটি লাইটার জাহাজ যাচ্ছিল। জাহাজটি পার হওয়ার জন্য তাদের নৌকাটি অপেক্ষায় থাকে। জাহাজটি পাশ দিয়ে গেলে ঢেউয়ে পাশে থাকা অপর নৌকার সঙ্গে তাদের নৌকার ধাক্কা লাগে। এতে তাদের নৌকাটি ডুবে তারা সাঁতরে তীরে ওঠে। ওই ৩ জন নিখোঁজ ছিলেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক  ফখরুল আহমেদ জানান, খবর পেয়ে ঘটনার পর পরই উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রাত সোয়া ১০টার দিকে জীম ও শাওনের লাশ উদ্ধার করা হয়। এরপর রাত ১২টার দিকে রিফাতের লাশ নদী থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

 

এসএএস

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ