• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিএসএফ’র গুলিতে নিহত মোনতাজের মরদেহ পাঁচদিন পর হস্তান্তর

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০২:১২ এএম

বিএসএফ’র গুলিতে নিহত মোনতাজের মরদেহ পাঁচদিন পর হস্তান্তর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোটবলদিয়া সীমান্তে মোনতাজ আলী (৪০) নামের এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ)। গত রবিবার (৯ অক্টোবর) রাতে বিএসএফ’র গুলিতে নিহত হন তিনি। ঘটনার পাঁচদিন পর শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় নিহত মোনতাজের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

দামুড়হুদা উপজেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের তিন নং ওয়ার্ড সদস্য হযরত আলী জানান, বিকালে কামারপাড়া সীমান্তের দুদেশের সীমান্তরক্ষিদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যরা নিহত মোনতাজ আলীর মরদেহ হস্তান্তর করে।

প্রসঙ্গ, দামুড়হুদা উপজেলার ছোটবলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোনতাজ আলীসহ আরো কয়েকজন গত শনিবার (৮ অক্টোবর) রাতে গরু আনার জন্য সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। গভীর রাতে গরু নিয়ে ফেরার সময় সীমান্তের ৮৩ নম্বর মেইন পিলারের কাছে পৌছুলে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী গুলিবর্ষন করে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মোনতাজ আলী নিহত হন এবং মোনতাজের অন্য সঙ্গীরা পালিয়ে আসে। পরে বিএসএফ সদস্যরা মোনতাজের মরদহে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

চুয়াডাঙ্গার দর্শনা থানার পরিদর্শক (অপারেশন) নিখিল চন্দ্র অধিকারী জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশের কামারপাড়া সীমান্তের বিপরীতে ভারতের বিজয়নগর বিএসএফ ক্যাম্পের সন্নিকটে মরদেশ হস্তান্তর হয়। এসময় বাংলাদেশের পক্ষে দর্শনা থানার পরিদর্শক (অপারেশন) নিখিল চন্দ্র অধিকারী, চুয়াডাঙ্গা ৬ বিজিবির সহকারি পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলী, ভারতের কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি ও বিএসএফের ইন্সপেক্টর মহেশ রায় উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, মরদেহ গ্রহনের পর নিহত মোনতাজ আলীর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেডআই/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ