• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ৩য় চালানের পণ্য নিয়ে মোংলায় রুশ জাহাজ

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ১২:০৯ এএম

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ৩য় চালানের পণ্য নিয়ে মোংলায় রুশ জাহাজ

খুলনা ব্যুরো

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ যন্ত্রাংশের তৃতীয় চালানের পণ্য নিয়ে মোংলা বন্দরে এসেছে ‘এমভি আনকা সান’। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে মোংলা বন্দরের ৯ নম্বর জেটির বয়ায় নোঙ্গর করে ভানুয়াটু (দক্ষিণ আফ্রিকা) পতাকাবাহী জাহাজটি। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং এজেন্ট’র ব্যবস্থাপক সাধন কুমার চক্রবর্তী জানান, যুদ্ধের পর এটি এই শিপিং এজেন্টের তৃতীয় চালান। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিভিন্ন আমদানিকারকদের আরো বেশ কয়েকটি চালান মোংলা বন্দর দিয়ে পণ্য খালাস হয়েছে। বৃহস্পতিবার আসা জাহাজে এবারের চালানে ৬০১টি প্যাকেজে এক হাজার ৫৮৯ দশমিক ৬৪৩ মেট্রিকটন মেশিনারি পণ্য রয়েছে।

এদিন বিকালে পালা থেকে এসব পণ্য খালাস করা শুরু হয়েছে বলে জানান পণ্য খালাসকারী ও শ্রমিক ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স অভিরত এজেন্সি কোম্পানি লিমিটেডের প্রতিনিধি মো, রুহুল আমিন। রাতের খালাসকৃত পণ্যগুলো শুক্রবার সকাল থেকে সড়ক পথে পাবনার ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাবে বলেও জানান তিনি।

এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে রাশিয়ার ‘নোভোরসিস’ বন্দর থেকে গত ৩০ সেপ্টেম্বর জাহাজটি ছেড়ে এসে নৌপথে সরাসরী মোংলা বন্দরে প্রবেশ করে। তার আগে গত ১ আগস্ট তিন হাজার ৩২৮ মেট্রিক টন এবং ১১ সেপ্টেম্বর ৯৭৮ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে আরও দু’টি জাহাজ মোংলা বন্দরে আসে।

জেডআই/

আর্কাইভ