• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গাইবান্ধায় স্বামীর সঙ্গে কলহে, স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২, ০৮:১১ পিএম

গাইবান্ধায় স্বামীর সঙ্গে কলহে, স্ত্রীর আত্মহত্যা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে রাতে স্বামীর সঙ্গে কলহের পর শাহিদা বেগম (৪৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামের কামারের ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। শাহিদা বেগম ওই গ্রামের মিজু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকেই গৃহবধূ শাহিদা বেগম তার বাবা শাহেব আলীর বাড়িতে স্বামী মিজু মিয়াসহ বসবাস করে আসছেন। দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয়য়াদি নিয়ে ওই দম্পতির মধ্যে কলহ চলছিল। এরই একপর্যায়ে বৃহস্পতিবার রাতে শাহিদা বেগমের সঙ্গে তার স্বামীর বাকবিতণ্ডা হয়। পরে শুক্রবার ভোরে বাড়ির আঙিনায় বাঁশের খুঁটির সাথে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূকে দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। এসময় পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় পুলিশ তাদের মাঝে ওই গৃহবধূর লাশ হস্তান্তর করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‍‍`পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় গৃহবধূর লাশ হস্তান্তর করা হয়েছে। এনিয়ে একটি ইউডি মামলা হয়েছে। ‍‍`

এএস/এএল
 

আর্কাইভ