• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

জাতীয় পার্টির সাথে যারাই বেঈমানী করেছে তারাই ক্ষমতার বাহিরে গেছে : এমপি ব্যারিস্টার শামীম

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২, ০৭:৫৩ এএম

জাতীয় পার্টির সাথে যারাই বেঈমানী করেছে তারাই ক্ষমতার বাহিরে গেছে : এমপি ব্যারিস্টার শামীম

গাইবান্ধা প্রতিনিধি

জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘জাতীয় পার্টির সাথে যারাই বেঈমানী করেছে তারাই ক্ষমতার বাহিরে চলে গেছে। আমরা দেশের মানুষের ক্ষমতায়নের জন্য রাজনীতি করছি। কারো লেজুরবৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। আমরা নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে আছি, থাকবো।’

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় বাজারে ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার শামীম পাটোয়ারী আরও বলেন, ‘জাতীয় পার্টি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়। জনগণের শাসন প্রতিষ্ঠা করতে চায়। আমরা শান্তি প্রতিষ্ঠার রাজনীতি করি। এমপি নির্বাচিত হওয়ার পর সুন্দরগঞ্জের কোনো মানুষকে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়নি। একটা সময় তারা বাড়িতে থাকতে পারতো না। এখন সুন্দরগঞ্জের মানুষ শান্তিতে রয়েছে।’

সোনারায় ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আনছার আলী সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সোলায়মান সামি, সুন্দরগঞ্জ পৌর মেয়র ও পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাওলানা আবুল হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, শান্তিরাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম শাহিন, ছাপড়হাটী ইউনিয়ন সভাপতি আশরাফুল আলম, বেলকা ইউনিয়ন সভাপতি রেজাউল ইসলাম রানা, উপজেলা মহিলা পার্টির সভাপতি আক্তার বানু ইতি, উপজেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সুজন, অটো শ্রমিক পার্টির সভাপতি রিপন মিয়া প্রমূখ।

আলেচনা শেষে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি সোনারায় ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন। এতে আনছার আলী সরদার সভাপতি, আকবর আলী বসুনিয়া সাধারণ সম্পাদক ও সাইদুর রহমান শামীমকে সাংগঠনিক সম্পাদক করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

 

এসএএস

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ