• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

তিন ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনায় দোষীদের বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২, ০১:০৯ এএম

তিন ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনায় দোষীদের বিচার দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে মোটরসাইকেলে করে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তিন ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনায় দোষীদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে নিহতদের বন্ধু, স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। নিহত তিনজনই ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী ছিলেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত সাইফুজ্জামান মুরাদের বাবা বদিউজ্জামান বিশ্বাস, মা শেফালী বেগম, ভাই মুক্তার বিশ্বাস, সুজাত বিশ্বাস, স্ত্রী সুমিদা খাতুন সুমি, ওই ঘটনায় আহত ছাত্রলীগ নেতা সজীবুল হাসান প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, ৭ অক্টোবর সাইফুজ্জামান মুরাদ, তৌহিদুল ইসলাম ও সমরেশ বিশ্বাস দুর্ঘটনায় মারা যাননি। তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একটি পক্ষ ঘটনাটি দুর্ঘটনা বলে চালানোর জোর চেষ্টা করে যাচ্ছে। তিনটি তরতাজা প্রাণ হারানোর ঘটনায় তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। নিহত তরুণদের পরিবারগুলো যেন সঠিক বিচার পায়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।

জেইউ

 

আর্কাইভ