প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ১০:১৭ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. ইউসুফ (৩৩) নামে এক ইতালি প্রবাসী নিহত হয়েছেন।
নিহত মো. ইউসুফ উপজেলার ১০নং নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ির নুরুল আমিনের ছেলে। ইতালি প্রবাসী ইউসুফ এক মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন। আগামী মাসে তার আবার ইতালি ফিরে যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বন্ধু ব্যবসায়ী নিজাম জানায়, ইউসুফ এক মাস আগে ইতালি থেকে দেশে আসেন। বৃহস্পতিবার সকালে নিজের বাড়ি থেকে পার্শ্ববর্তী সেনবাগ উপজেলায় যান। সেখান থেকে পারিবারিক কাজে সেরে চৌমুহনী বাজারে যাচ্ছিলেন।
চৌমুহনী থেকে একটি মাক্রোবাস ফেনীর দিকে যাওয়ার জন্য দুপুরের দিকে ইউসুফ একা মোটরসাইকেল যোগে দিনেশগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌমুহনী লাইভ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজন প্রবাসী মারা গেছে। চৌমুহনী লাইভ কেয়ার হাসপাতাল থেকে পরিবার মরদেহ বাড়িতে নিয়ে গেছে। এখন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ব্যাপারে নিহত যুবকের পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।
এএল/