• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

কুমিল্লায় ন্যাশনাল রেএট্রিগ্রেশন পলিসি ফর মাইগ্রেশন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ১০:০০ পিএম

কুমিল্লায় ন্যাশনাল রেএট্রিগ্রেশন পলিসি ফর মাইগ্রেশন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

কুমিল্লা প্রতিনিধি

বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সফল পুনরেকত্রীকরনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মিলানায়তনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কুমিল্লা এবং অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের আয়োজনে কুমিল্লার সাংবাদিকদের নিয়ে ন্যাশনাল রেএট্রিগ্রেশন পলিসি ফর মাইগ্রেশন বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনায় কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ ন্যাশনাল রেএট্রিগ্রেশন পলিসি ফর মাইগ্রেশনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং সকল অভিবাসী এবং তাদের পরিবারের অধিকার, সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করার পলিসিটি ব্যাখা করেন। এ ছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক পলিসি যেমন ইউনিভারসেল ডিকলারেশন অব হিউম্যান রাইটস (UDHR), কনভেনশন অন দি এলিমিনেশন অব অল ফরমস্ অব ডিসক্রিমিনেশন এগেইস্ট উইমেন (CEDAW) সহ বিভিন্ন আন্তর্জাতিক পলিসি এবং অভিবাসন বিষয়ক জাতীয় বিভিন্ন পলিসি ও আইন যেমন ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, ওভারসিস ইমপ্লায়মেন্ট এন্ড মাইগ্রেশন এক্ট ২০১৩ এরসহ অন্যান্য বিষয় আলোকপাত করেন। 

তিনি বলেন, ন্যাশনাল রেএট্রিগ্রেশন পলিসি ফর মাইগ্রেশন পলিসিটি একটি খসড়া পলিসি, এখানে সকলের মতামত দেয়ার সুযোগ আছে। তিনি রেএন্ট্রিশনের চ্যালেজ্ঞ, মূলনীতি, জেন্ডার সংবেদনশীল রিএন্টিগ্রেশন বিষয়ে আলোকপাত করেন। তিনি উল্লেখ করেন যে, এটি হবে লিভিং পলিসি ডকুমেন্ট যা সারা বিশ্বের এবং বাংলাদেশের প্রেক্ষপটে নিয়মিত পর্যালোচনা করে পরিবর্তিত হবে। 

তিনি রেএন্ট্রিগ্রেশনের জন্য সরকারের বিভিন্ন পলিসির আলোকে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরেন এরমধ্যে রিটার্নিং মাইগ্রেন্টস ম্যানেজমেন্ট অফ ইনফরমেশন সিস্টেম (ReMiMIS) একটি সম্বনিত ডাটাবেস তৈরি করার বিষয় তুলে ধরেন, ওয়ান স্টপ ইনফরমেশন সেন্টার, সেবা বিন্দ্রেীকরণসহ বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরেন।

তিনি বলেন যে, সফল রিএন্ট্রিগ্রেশনে মূলত তিনটি মৌলিক বিষয় থাকে সামাজিক রেন্ট্রিগ্রেশন, ইকোনোমিক রেন্ট্রিগ্রেশন এবং ফিজিক্যাল ও সাইকোস্যোসাল ওয়েলবিং। ন্যাশনাল রেএট্রিগ্রেশন পলিসি ফর মাইগ্রেশনের মাধ্যমে এই তিনটি বিষয়কেই কেন্দ্র করে কর্মপরিকল্পনা করা হবে। 
তিনি RPL-এর মাধ্যমে কিভাবে প্রবাস ফেরত কর্মীগণ তাদের দক্ষতাকে প্রতিষ্ঠানিক রূপ দেয়া যায়, সে সম্পর্কে সকলকে অবহিত করেন। বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ চলমান রয়েছে বলে তিনি সাংবাদিকদের অবহিত করেন।

এ ছাড়া তিনি বিস্তারিত তথ্যের জন্য www.probashi.gov.bd , www.bmet.gov.bd , www.wewb.gov.bd , www.bmet.comilla.gov.bd এবং migrant resource centre Bangladesh ফেজবুক পেজটি সকলকে ভিজিটের আহবান জানান।

অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর মো. গোলাম মোস্তফা পাবলিক-প্রাইভেট সেক্টর পার্টনারশিপ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম তুলে ধরেন। তিনি অভিবাসন বিষয়ে যে কোনো তথ্য ও পরামর্শের জন্য এমআরসি বাংলাদেশের ফেসবুক ফেইজ এবং হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করেন। এ ছাড়াও এমআরসি কাউন্সেলর ইকবাল হোসেন পিপিপি প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

সবশেষে উন্মুক্ত আলোচনায় সাংবাদিকগণ ন্যাশনাল রেএট্রিগ্রেশন পলিসি ফর মাইগ্রেশন পলিসির বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন যা পলিসিকে আরও কার্যকরী করবে। কুমিল্লায় অভিজ্ঞ সাংবাদিকদের নিয়ে এত সুন্দর একটি মতবিনিময় সভা আয়োজন করার জন্য আইসিএমপিডি এবং কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের স্বচ্ছ সেবা কার্যক্রম চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতিসহ সকল সাংবাদিকবৃন্দ। 

সকলেই ‍‍`পাবলিক-প্রাইভেট সেক্টর পার্টনারশিপ ফর রিইন্টিগ্রেশন- ফেইস ২‍‍` প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করার জন্য আইসিএমপিডি-কে ধন্যবাদ জানান। উপস্থিত সকলে বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের পাশে থাকার এবং সহযোগিতা প্রদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
 

এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ