প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০৩:৫৪ এএম
পাবনার বেড়া উপজেলার আমিনপুরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা রাজনীতির পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সর্বহারা দলের সঙ্গেও জড়িত।
বুধবার (১২ অক্টোবর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মিরপুর গ্রামের মৃত বাহাদুর সরদারের ছেলে ইউনূস সরদার (২৮), সামাদ সরদারের ছেলে মাসুদ সরদার (২২) ও মৃত ইমান সরদারের ছেলে জিলাল সরদার (৪০)। গ্রেফতারকৃতরা সবাই ঢালারচর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদারের অনুসারী।
এ বিষয়ে ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদার বলেন, ‘আটককৃত সবাই আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মী ও আওয়ামী পরিবারের সন্তান। তারা কোনো সন্ত্রাসী নয়। তাদেরকে প্রতিপক্ষের লোকজন চক্রান্ত করে ফাঁসিয়েছেন।’
ওসি রওশন আলী বলেন, ‘তারা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সর্বহারা দলের সঙ্গে জড়িত এবং এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও একটি ১২ ভোর কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ইউনূস ও মাসুদের নামে থানায় মামলা রয়েছে।’
আটককৃতদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না জানতে চাইলে ওসি জানান, মাসুদ সরদার ঢালারচর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। অন্যদের রাজনৈতিক পদবির বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।