• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ধানি জমি থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২, ০৯:৩১ এএম

ধানি জমি থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে ধানি জমি থেকে অজ্ঞাত এক যুবকের (২৮) হাত বাঁধা অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় চরফকিরা এলাকার ছোট ফেনী নদী থেকে ভেসে আসা অজ্ঞাত মরদেহটি পাশের ধানের জমি থেকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, অর্ধগলিত মরদেহ জোয়ারে ভেসে এসে ধানের জমিতে ভীড়ে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান জায়দুল হক কচিকে জানানোর পর তিনি ঘটনাস্থলে এসে কোম্পানীগঞ্জ থানাকে অবগত করেন।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান জানান, অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

এসএএস

আর্কাইভ