• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২, ০৮:৪৮ এএম

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলি এলাকা থেকে দেশি-বিদেশি ২টি অস্ত্র ও ২৭ রাউন্ড গুলিসহ একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ অক্টোবর) ভোর রাতের দিকে মোছার খোলা এলাকার ফুটবল খেলার মাঠে ওই সন্ত্রাসীর অবস্থানের খবর পেয়ে তিনি (ওসি) পুলিশের দলটি নিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে থানার একটি পুলিশের দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি জানান, মঙ্গলবার ভোর রাতের দিকে মোছার খোলা এলাকার ফুটবল খেলার মাঠে ওই সন্ত্রাসীর অবস্থানের খবর পেয়ে তিনি (ওসি) পুলিশের দলটি নিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করেন। পুলিশ এসময় তার নিকট থেকে ১০ রাউন্ড গুলির ম্যাগাজিন ভর্তি বিদেশি একটি অস্ত্র, ১৭ রাউন্ড গুলি, একটি দেশীয় অস্ত্র ও ১৩১ পিস ইয়াবাসহ একটি মোবাইল সেট উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামির নাম মফিজুর রহমান (১৯)। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী মুফিজ একজন সন্ত্রাসী। পুলিশ তার দলের সদস্যদের ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে। 

 

এসএএস

আর্কাইভ