• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় তামাকবিরোধী জোটের অবস্থান কর্মসূচি

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২, ০৮:২৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় তামাকবিরোধী জোটের অবস্থান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় তামাকবিরোধী জোট ও ভিলেজ ডেভেলপমেন্ট সেন্টারের (ভিডিসি) ব্যবস্থাপনায় জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) প্রেস ক্লাব চত্বরে ভিডিসির নির্বাহী পরিচালক এসএম শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।

উক্ত সভায় বক্তারা তামাকমুক্ত বাংলাদেশ গড়ার বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি জোর দাবি জানান। অবস্থান কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

এসএএস

আর্কাইভ