• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মানিকগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২, ০৯:০৪ পিএম

মানিকগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকার মৃত ইসলাম উদ্দিন আহাম্মদের ছেলে বোরহান উদ্দিন আহাম্মদ (৫০) ও কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার নগর সেওতা গ্রামের মৃত আবু তালেবের মো. হেলাল আহম্মেদ (৪৪)।

পুলিশ জানায়, গতকাল রাতে মানিকগঞ্জের সদর উপজেলার পৌর এলাকা ও সিংগাইর উপজেলার ধল্লা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন এসআই মো. নাজমুল আলম ও আসাদ মিয়া। এ সময় ১০০ পিস ইয়াবা ও ৬ বোতল ফেনসিডিলসহ বোরহান ও হেলালকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা। বোরহানের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে।

জেইউ/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ