• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২, ০৬:০৮ এএম

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট জেলা

পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে নীলফামারী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক দলের খেলায় সদর উপজেলার পূর্ব পঞ্চপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়  ৪-১ গোলে ডিমলা উপজেলার ঝুনাগাছা চাপানি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। এদিকে বালিকা দলের ফাইনাল খেলায় সদর উপজেলার কির্ত্তনীয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬-০ গোলে ডোমার উপজেলার দক্ষিণ আমবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

৬ উপজেলার ১২টি দল জেলা পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করে বলে জানান আয়োজকরা।

খেলা শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুরাদ আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপরাধ) সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানি ও মোতাহার হোসেন প্রমূখ।

বালক দলের খেলায় সদর উপজেলার পূর্ব পঞ্চপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সেরা খেলোয়ার হিসেবে ইসমাইল ও একাধিক গোলদাতা জীবন এবং বালিকা দলের খেলায় সদর উপজেলার কির্ত্তনীয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সেরা খেলোয়ার গৌরী ও একাধিক গোলদাতা জান্নাতুল ফেরদৌস।

 

এসএএস

আর্কাইভ