• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দুর্নীতির মামলায় কারাগারে ডোমারের মেয়র

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২, ০১:৩৮ এএম

দুর্নীতির মামলায় কারাগারে ডোমারের মেয়র

নীলফামারী প্রতিনিধি

দুর্নীতির মামলায় নীলফামারী জেলার ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১০ অক্টোবর) দুপুরে প্রায় ৩১ কোটি টাকার দুর্নীতির মামলায় স্থায়ী জামিন নিতে আদালতে হাজির হলে নীলফামারী জেলা বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদুল করিম জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আবু মোহাম্মদ সোয়েম জানান, মেয়র উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। বিচারিক আদালতে স্থায়ী জামিনের জন্য হাজির হয়ে আবেদন করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী জানান, মেয়র মনছুরুল ইসলাম দানু ব্যাংক ঋণের টাকা দিয়ে ইটভাটারর জন্য যন্ত্রপাতি আমদানি করে তা উত্তোলন করেননি। এতে বন্দর কর্তৃপক্ষের ক্ষতি হয়েছে। অগ্রনী ব্যাংক ডোমার শাখা থেকে ১৫ লাখ টাকা ঋণ নেন মেয়র মনছুরুল। যা সুদে আসলে ৩১ কোটি ৩৪ লাখ টাকায় দাঁড়ায়। এ কারণে চলতি বছরের ২৩ আগস্ট আদালতে মামলা করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ।

জেইউ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ