• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সিংগাইরে ট্রাক-ভ্যানের সংঘর্ষ, ভ্যান চালক নিহত

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ১০:১৮ পিএম

সিংগাইরে ট্রাক-ভ্যানের সংঘর্ষ, ভ্যান চালক নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে ইট বোঝাই ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক মো. হায়দার আলী (২০) নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ৮টার দিকে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ভাকুম ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ভ্যানচালক হায়দার উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নাজিরপুর গ্রামের মো. জালাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিংগাইর থেকে আসা ইট বোঝাই ট্রাকটি বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে
মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ট্রাক ও হেলপারকে আটক করলেও কৌশলে চালক পালিয়ে যান।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, `ঘাতক ট্রাক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।‍‍`

এএল/এএস

আর্কাইভ