• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ০৯:৫৩ পিএম

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

মাগুরা প্রতিনিধি

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে শীতল দত্ত (৩২) এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকালে জেলার শ্রীপুর উপজেলার রাধানগর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তার মৃত্যু হয়।

নিহত শীতল দত্ত রাধানগর গ্রামের শিবু দত্তের ছেলে।

স্থানীয়রা জানান, শীতল দত্ত রাধানগর বাজার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে রাতে ঘুমিয়ে ছিলেন। সোমবার সকালে ঘুম থেকে উঠে বাহিরের কিছু কাজ সেরে সে আবারও দোকানের শাটার বন্ধ করে দোকান অবস্থান করে। সকাল ৮টার দিকে তার মা পূজার জন্য ছেলেকে ডাকতে গেলে ছেলে না ওঠায় অন্য লোকজনদের জড়ো করে ঘরের তালা ভেঙে তাকে বিদ্যুৎ তারে জড়ানো অবস্থায় দেখতে পায়।

শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাব্বারুল ইসলাম জানান, খবর পেয়ে নাকোল ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএস/এএল

আর্কাইভ