• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ০৮:২৮ পিএম

সিরাজগঞ্জে অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আসাদুজ্জামান মোল্লা (৪৫) নামের  সিএনজি চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার (১০ অক্টোবর) ভোর আনুমানিক ৫টায় উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের গাঁড়াদহ ইউনিয়নের মশিপুর সরিষাকোল মাদ্রাসা বাজারের উত্তর পাশে আশা ব্যাংকের সামনে সিএনজি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান মোল্লা সিরাজগঞ্জ জেলা সদরের গজারিয়া গ্রামের আজিজুল হক মোল্লার ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার এস আই (সাব-ইন্সপেক্টর) সাইফুল ইসলাম জানান, সোমবার সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জ গোল চত্বর থেকে আসা সিএনজি ও পাবনা থেকে আসা অ্যাম্বুলেন্স অতিরিক্ত গতিতে এসে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুর সরিষাকোল মাদ্রাসা বাজারের উত্তর পাশে ব্যাংকের সামনে সিএনজি ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সিএনজি চালক আসাদুজ্জামান ঘটনাস্থলেই মারা যান।

এএস/এএল

আর্কাইভ