• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মানিকগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ০৭:২৪ পিএম

মানিকগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি আটক

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার অষ্টোদনা গ্রামে অভিযান চালিয়ে হেরোইনসহ রাজু (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সাড়ে ১১টার দিকে অষ্টোদনা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক মো. রাজু মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা (সুরুন্ডি) গ্রামের আমেজ উদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত পৌনে নয়টার দিকে এসআই নাজমুল আলমের নেতৃত্বে উপজেলার অষ্টোদনা গ্রামে অভিযান চালিয়ে রাজুকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য ১ লাখ টাকা। আটক রাজুর বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এএস/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ