• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ১১:১৩ এএম

নিখোঁজের ৫ দিন পর  যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নিখোঁজের পাঁচ দিন পর হাফিজুর রহমান (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার কেষ্টপুর গ্রামের খালের ধারে পুতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

হাফিজ রিশখালী গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে ও দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাব্দার রহমানের ভাতিজা।

নিহতের ছোট ভাই জাফিরুল ইসলাম জানান, হাফিজ (৫ অক্টোবর) বুধবার স্থানীয় বাজারে দুর্গা পূজা দেখতে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। নিখোজের ৫ দিন পর রোববার বিকেলে কেষ্টপুর গ্রামের খালের ধারে পুতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জাফিরুল আরো জানান, রিশখালী গ্রামের কিছু মানুষের সাথে হাফিজের দ্বন্দ্ব ছিল। তারা তাকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। তারাই আমার ভাইকে হত্যা করতে পারে। হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তদন্ত করে বিস্তারিত পরে জানানো যাবে।                                                                                                          

 

এসএএস

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ