প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ১০:৫৩ এএম
ময়মনসিংহের ভালুকা উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে আব্দুল মালেক পাঠান (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার ছেলে কাজল মিয়ার (৩০) অবস্থাও আশঙ্কাজনক।
রবিবার (৯ আগস্ট) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শনিবার (৮ অক্টোবর) সকালে পৌর শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে জব্বার টাওয়ারের আন্ডার গ্রাউন্ডে গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ হন বাবা-ছেলে।
নিহত মালেক পাঠান উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভান্ডাব নামাপাড়ার বাসিন্দা। তিনি পৌর শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে জব্বার টাওয়ারে ভাড়া বাসায় থাকতেন।
ভালুকার থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার সকালে আব্দুল মালেক গ্যাসের চুলা জ্বালাতে যান। কিন্তু ওই সিলিন্ডারের লাইন লিকেজ হয়ে রান্নাঘরে গ্যাস আটকে ছিল। গ্যাসের চুলা জ্বালাতেই পুরো ঘরে আগুন জ্বলে ওঠে। আব্দুল মালেকের শরীরেও আগুন ধরে যায়। বাবার শরীরে আগুন লেগা দেখে ছেলে কাজল তাকে বাঁচাতে গেলে তিনিও দগ্ধ হন।
তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তাদের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান অগ্নদগ্ধ মালেক।
এসএএস