প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ০৭:৪৮ পিএম
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে উপনির্বাচনে নৌকা প্রতীকের অফিস ভাঙচুর করেছে দুর্বত্তরা। একই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ছিঁড়ে ফেলে রাখা হয়।
শনিবার (৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নৌকা প্রতীক অফিসে এ ঘটনা ঘটে।
নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা কয়েকজন কর্মী বলেন, ‘সকালে অফিস খুলতে এসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ নির্বাচনী অফিসে থাকা পোস্টার, চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়েছে। আর এগুলো এলোমেলো অবস্থায় পরে ছিল। তবে কারা ভাঙচুর করেছে তা কেউ বলতে পারেননি।’
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবিসহ ওই নির্বাচনী অফিসে থাকা চেয়ার টেবিল ভাঙচুর কথা শুনেছি। নৌকা মার্কার প্রার্থী মাহমুদ হাসান রিপনের জয় সুনিশ্চিত জেনে বিপক্ষ গ্রুপ এই কাজ করেছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এএস/এএল