প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২, ১১:৩৯ পিএম
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আসাদ মন্ডল ও তনু মন্ডল নামের দুই ভাইকে এসিড নিক্ষেপ করার অভিযোগ উঠেছে আপন চাচা সুমন মিয়ার বিরুদ্ধে। নিক্ষেপের ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ অজ্ঞাত কারণে আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (৮ অক্টোবর) পৌরশহরের বাহিরগোলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী এনামুল হক বিজয়, নাহিদ হাসান শান্ত, হাবিবুর রহমান, ফুয়াদ হাসান, হাসিবুর রহমান, আল আমিন ইসলাম, এসিডে দগ্ধ শিক্ষার্থী তনু মন্ডল প্রমুখ।
এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নাসরীন সুলতানা রেখা, পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক খন্দকার মাইদুল ইসলাম, সাবেক যুগ্ম-আহ্বায়ক সুমন মিয়া, সংগঠক নুর আলম প্রমুখ।
বক্তারা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী আসাদ মন্ডল ও সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তনু মন্ডলের উপর এসিড নিক্ষেপের ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ অজ্ঞাত কারণে আসামিদের গ্রেফতার করছে না। এতে দগ্ধ মেধাবী শিক্ষার্থীরা সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত হচ্ছে।’
এ সময় এসিড নিক্ষেপকারী আপন চাচা সুমন মিয়াসহ অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান তারা।
গত ২৯ সেপ্টেম্বর ভোরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আসাদ ও তনু নামে দুই ভাইকে এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। দগ্ধ আসাদ মন্ডল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ও তনু মন্ডল সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তারা একই গ্রামের ফিরোজ মন্ডলের ছেলে। পরে দুই ভাইকে এসিড নিক্ষেপের অভিযোগে আপন চাচা রাশেদুল ইসলাম ওরফে সুমন মন্ডলসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন দগ্ধ শিক্ষার্থীদের মা আনোয়ারা বেগম।
এআরআই