প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২, ০৬:০৩ পিএম
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ কেজি ১২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৭ অক্টোবর) রাতে টেকনাফের খারাংখালী ও হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে মাদকগুলো জব্দ করা হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মধ্যরাতে খারাংখালী বেড়িবাঁধ অতিক্রম করে দুই ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবি ধাওয়া করলে তারা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে নাফ নদী সাঁতরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ২ কেজি ১২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে হোয়াইক্যং চেকপোস্টে একটি ইজিবাইককে থামার সংকেত দিলে চালক ইজিবাইকটি ফেলে পালিয়ে যায়। পরে ওই ইজিবাইকে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়৷ এ সময় ইজিবাইকটি জব্দ করা হয়।
জব্দ করা ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা বিজিবির স্টোরে জমা রাখা হয় এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে বলে জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
এএস