• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভারতে পালানোর সময় আটক ৩০ রোহিঙ্গা

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ১২:৪০ এএম

ভারতে পালানোর সময় আটক ৩০ রোহিঙ্গা

দেশজুড়ে ডেস্ক

কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়েরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় ৩০ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ অক্টোবর) তাদের আটক করা হয়। আটককৃতদের বুড়িচং থানায় হস্তান্তর করে বিজিবি। বিকালে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।

খারেরা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবদুল খালেক জানান, বুধবার রাত সাড়ে ১১ টায় ভারতীয় সীমান্তবর্তী জামতলা এলাকার ২০৬৬ নম্বর মেইন পিলারের সাব ৫ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে মানব পাচারকারীদের মাধ্যমে ভারতে যাওয়ার উদ্দেশে তারা এখানে এসেছিলো। আটককৃতদের বৃহস্পতিবার সকালে বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী ও ১৬ জন শিশু রয়েছে। সকল কার্যক্রম সম্পন্ন করে বিকেলে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে পাঠানো হয়েছে।

জেডআই/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ