• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সুন্দরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ০৭:৩০ পিএম

সুন্দরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম হারুন-উর-রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. মাহমুদ হোসেন মণ্ডল, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্লাহ, ছাপড়াহাটী ইউপি চেয়ারম্যান কনক কুমার গোস্বামী, রামজীবন ইউপি সচিব মিজানুর রহমান, কঞ্চিবাড়ি ইউপি সচিব পরেশ চন্দ্র চৌহান, শান্তিরাম ইউপি সচিব খায়রুজ্জামান, আরডিআরএস প্রতিনিধি আরিফুজ্জামান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহী করার লক্ষ্যে সিদ্ধান্ত নেয়া হয়। যাতে সাধারণ মানুষ আরও উদ্বুদ্ধ হয়।
এএল/

আর্কাইভ