• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

মালয়েশিয়াগামী ট্রলার ডুবি: আরও দুই তরুণীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ০৯:১৬ এএম

মালয়েশিয়াগামী ট্রলার ডুবি: আরও দুই তরুণীর মরদেহ উদ্ধার

দেশজুড়ে ডেস্ক

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় আরও দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে বাহারছড়ার ইউনিয়নের শীলখালী সমুদ্র সৈকত ও রাত ১১টায় একই ইউনিয়নের দক্ষিণ শীলখালী এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘রাতে বাহারছড়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক নূর মোহাম্মদের নেত্বতে পৃথক এলাকা থেকে দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তারা মালয়েশিয়াগামী ওই ট্রলারে ছিলেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তে জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর পরিচয় না পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

গত সোমবার মধ্যরাতে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক রোহিঙ্গা নাগরিককে নিয়ে ওই ট্রলারটি ডুবে যায়। ওই ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনকে জীবিত এবং এক শিশু ও পাঁচ নারীর মরদেহ উদ্ধার করা হয়।

এএস

আর্কাইভ