• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নীলফামারীতে গাড়িচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২, ০৫:৪০ এএম

নীলফামারীতে গাড়িচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন নীলফামারী সদরের রামগঞ্জ এলাকার মো. সিহাব (৪০) ও মো. রাব্বী (৩৮)।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের সময় দ্রুতগতিতে মোটরসাইকেলটি সৈয়দপুর থেকে আসছিল। এ সময় বিপরীত দিক নীলফামারী থেকে আসা সরকারি একটি জিপ গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। গাড়িটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই মোটরসাইকেল আরোহী। ঘটনার পরে সরকারি জিপ গাড়িসহ (ঢাকা মেট্টো-ঘ ১৮-৫৭১৫) চালক পালিয়ে যাওয়ার সময় ঢেলাপীর নামক স্থানে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উত্তরা ইপিজেড ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, ভারী কোনো গাড়ির চাপায় নিহত হয়েছেন তারা। নিহতদের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর জয়পুরহাট -ল ১১২৮০৩।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, ‍‍`ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

এসএএস

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ