• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাঁচবিবিতে  পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে  নিহত ১

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২, ০৪:০৫ এএম

পাঁচবিবিতে  পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে  নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মুরগি বোঝাই ও গরুবাহী দুই পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে গরুবাহী পিকআপ ভ্যান চালক বাবুল হোসেন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো তিনজন ।

মঙ্গলবার (০৪ অক্টোবর) বিকালে উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালক নীলফামারীর সৈয়দপুর উপজেলার চিকলী গ্রামের বাবলু হোসেন (৬৫)।

আহতরা হলেন-পাঁচবিবি উপজেলার কাইয়ুম হোসেনের ছেলে সোহেল (২২), সিপাহি পাড়ার আজিজার রহমানের ছেলে শফি (৪০) ও জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের আক্কাস আলীর ছেলে আবু সাইদ (২৪)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, পাঁচবিবি থেকে একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান নীলফামারীর সৈয়দপুর যাচ্ছিল। পথে মধ্যে জয়পুরহাট-হিলি রোড়ের নওদাপাড়ায় পৌছালে অপরদিকে গরুবাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই গরুবাহী পিকআপ ভ্যান চালক বাবুল হোসেন নিহত হন এবং আহত হন আরো তিন জন। পরে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এএস

আর্কাইভ