• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২, ০১:০৬ এএম

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে মোসাব্বের হোসেন সুমন হাওলাদার (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল আদালত-১ এর বিচারক কেএম শহিদ আহম্মেদ এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সুমন উপজেলার দক্ষিন শ্রীপুর মন্ডল পাড়া গ্রামের টিপু হাওলাদারের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলশান আরা মুনমুন বলেন, ‘মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এ রায় ঘোষণা করেন। আমরা এ রায়ে সন্তুষ্ট।’

মামলার বিবরণে জানা যায়, দুই লাখ টাকা যৌতুকের দাবিতে ২০১৭ সালের ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ত্রী রোজিনাকে হত্যা করে সুমন হাওলাদার। পরে মরদেহ বাড়ির পাশে সুখনগর খালে ফেলে দেয়। এ ঘটনায় রোজিনার মা রেজিয়া বেওয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

 এএস

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ