• ঢাকা বুধবার
    ২৭ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্ব শিশু দিবসে পুরষ্কৃত হলো ২১ শিশু

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৮:২৮ পিএম

বিশ্ব শিশু দিবসে পুরষ্কৃত হলো ২১ শিশু

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সারা দেশে ‘‘বাংলাদেশ শিশু একাডেমি’’ আয়োজিত চিত্রাঙ্কন ও রচনায় প্রতিযোগিতায় বিজয়ী ২১ জন শিশুকে পুরষ্কৃত করা হয়েছে। 

সোমবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে দেশসেরা এই শিশুদের পুরষ্কৃত করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা,  এম.পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকি ইনাম, ইউনিসেফের প্রতিনিধি সেলডন ইয়ুথ প্রমুখ। 

এ সময় রচনা প্রতিযোগিতায় জাতীয়ভাবে প্রথম লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের দশম শ্রেণির ছাত্র মুকুল শাহারিয়ার আলিফসহ ২১ জনকে পুরষ্কার প্রদান করা হয়। এ সময় অনেক ছাত্র-ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

এএল/

আর্কাইভ