• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাবার বাড়ি যেতে না দেয়ায় নববধূর আত্মহত্যা

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৮:০৯ পিএম

বাবার বাড়ি যেতে না দেয়ায় নববধূর আত্মহত্যা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বাবার বাড়িতে যেতে না দেয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে কৃষ্ণা রানী (১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (৩ অক্টোবর) ভোরে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কৃষ্ণা রানী ওই গ্রামের প্রদীপ কুমার দাসের স্ত্রী।

স্থানীয়রা জানান, তিন মাসে আগে পারিবারিকভাবে প্রদীপ কুমার ও কৃষ্ণা রানীর বিয়ে হয়। চলমান দুর্গাপূজায় নববধূ কৃষ্ণা রানী বাবার বাড়ি যাওয়ার জন্য স্বামীর কাছে বায়না ধরেন। স্বামী প্রদীপ কুমার তাকে বাবার বাড়িতে যাওয়ার অনুমতি না দেয়ায় তার সঙ্গে অভিমান করে আজ ভোরে শয়ন ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ‘কৃষ্ণা রানী নামে এক নববধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

জেইউ/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ