• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

খুলনা মহানগরীর ইউসেপ স্কুলে আগুন

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ১০:১৯ এএম

খুলনা মহানগরীর ইউসেপ স্কুলে আগুন

খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীর রূপসা ইউসেপ স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ওই স্কুলের টিনের ৪টি কক্ষের মালামাল পুড়ে গেছে। রোববার (২ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসেপ স্কুলটি মন্দিরের পাশে। রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে হঠাৎ আগুন লাগে। প্রথমে এলাকার মানুষ আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তারা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাত ২টার দিকে  আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস।

 

এসএএস/এএল

আর্কাইভ