• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৬:৪৬ এএম

গোবিন্দগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে তায়েবা আক্তার (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দেবত্তর রামনাথপুর (শালমারা) গ্রামে এ ঘটনা ঘটে। তায়েবা আক্তার ওই গ্রামের তারেক রহমানের মেয়ে।

স্থানীয়রা জানায়, শিশু তায়েবা আক্তার সন্ধ্যায় বাড়ির উঠানে খেলছিল। তখন সবার অজান্তে হামাগুড়ি কর‍তে করতে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। এ সময় ডোবার পানিতে ডুবে শিশু তায়েবা মারা যায়। পরে স্বজনরা তাকে বাড়িতে না পেয়ে খোঁজ করতে থাকেন। এরই একপর্যায়ে ডোবায় লাশ ভাসতে দেখে স্বজনরা মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‍‍‍‍`বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে তায়েবা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।‍‍`

 

এসএএস/এএল

আর্কাইভ