• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জলঢাকায় পূজামণ্ডপে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৩:৫৬ এএম

জলঢাকায় পূজামণ্ডপে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় পূজামণ্ডপে বিদ্যুতায়িত হয়ে গৌরাঙ্গ রায় (২৪) নামের এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (২ অক্টোবর) বিকেলে  জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের মাঝাপাড়া পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

নিহত গৌরাঙ্গ ওই এলাকার অমুল্য চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে পূজামণ্ডপে বিদ্যুতের কাজ করছিলেন গৌরাঙ্গ। এ সময় বিদ্যুতায়িত হলে তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, পুজামণ্ডপে বিদ্যুতায়িত গৌরাঙ্গকে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এএস

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ