• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০২:৩৩ এএম

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২ অক্টোবর) দুপুরে  সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দলুয়া দোগাছি দিঘিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

আজিজুল ইসলাম দলুয়া দোগাছি দিঘিরপাড় গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান, নিজ বাড়িতে পড়ে থাকা বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন আজিজুল। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, ‘পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।’

এএস

আর্কাইভ