• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিজয়নগরে মাইক্রোবাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০১:১৬ এএম

বিজয়নগরে মাইক্রোবাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে।রোববার (২ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর শশই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুমন গোস্বামী (৩১) ও মোহন বণিক (৩০)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ বসু জানান, মহাসড়কের শশই নামক স্থানে সিলেটমুখী লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি পাশে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লরি, মাইক্রোবাস ও অটোরিকশাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

এএস

আর্কাইভ